Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৮

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৮ ছবি সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানের কাজীরবাগ চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে সিরাজদিখান-টঙ্গিবাড়ী অভ্যন্তরীণ সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মধ্যে শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জ্বল (৩১) ও হেলালকে (৫২) গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে টঙ্গিবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে নয়টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ভেতরে তল্লাশি চালিয়েছেন। তবে বাসের ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না, তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তবে তারা বাস থেকে নেমে যেতে সমর্থ হয়েছেন। তাদের মধ্যে আহত চারজনকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাস টেনে তোলার কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স