Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

পবিত্র শবে বরাত ২৪ ফেব্রুয়ারি

পবিত্র শবে বরাত ২৪ ফেব্রুয়ারি
আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্রে পবিত্র লায়লাতুল বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় করেন। কোরআন তেলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন।  

শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। 
পবিত্র শবে বরাত উপলক্ষে নিউইয়র্কে ২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে এস্টোরিয়ার আল-আমিন জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ, ব্যক্তিগত ইবাদত, জিকির ও বিশেষ মোনাজাত। 
ওয়াজ মাহফিলে আলোচক হিসাবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ও বেলাল মসজিদের খতিব ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল-আজহারি এবং আল-আমিন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা লুৎফুর রহমান চৌধুরী। 
প্রবাসে আরো কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন পবিত্র শবে বরাত উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।  
 

কমেন্ট বক্স