Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

এবার মা হচ্ছেন দীপিকা?

এবার মা হচ্ছেন দীপিকা?
বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে নতুন অতিথি আসছে। প্রথমবার মা হতে যাচ্ছেন দীপিকা। 

ভারতীয় গণমাধ্যম দ্য উইকে একটি সূত্র জানিয়েছে, এখন দীপিকার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে। অর্থাৎ গর্ভকালীন সময়ের দ্বিতীয় পর্যায় (৪ থেকে ৬ মাস)।  লন্ডনে ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) ছবি দেখেই দীপিকার মা হওয়ার গুঞ্জন রটে।

এর আগে গত জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যে দিন আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। আমাকে আর রণবীরকে বাড়িতে খুব সাধারণ হিসেবেই দেখা হয়। আমাদের সন্তানকেও একইভাবে বড় করতে চাই।’

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালীর রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’র সেটে। ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিড়িতে বসেন দিপীকা ও রণবীর।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স