Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মন্দির, গীর্জা, মসজিদ

মন্দির, গীর্জা, মসজিদ
জামাল আস-সাবেত

একটা পাখি মন্দিরের কাছে ঘুরে আসে
গীর্জায় গিয়ে গান গায়
মসজিদের মীনারে বসে থাকে
মানুষের মতো সেও ভাবে এতো কী হয় যে
মানুষ উপরন্তু মানুষকে খুন করে!

একটা পাখি বিরক্ত প্রায়
বসন্তেরকোকিলের কাছে প্রশ্ন ছুঁড়ে-
তুমি স্বার্থপর কেন? 
ঋতুরাজ ছাড়া কালেভদ্রেও তোমাকে দেখা যায় না।
কোকিল কয় আমার জন্মই বসন্তের জন্য। 

একটা পাখি ইতিহাস ঘাটে
সত্যান্বেষণ করে। 
পানির কোনো রঙ হয় না
পানিকে জল বললে
জলকে ওয়াটার বললে পানির রঙ ঘোলা হয়ে যায় না।

সত্যের ললাটে কিলক লাগালো যারা
বিকৃত করতে করতে একশো একটা জানালা খুললো; 
তারা ঐ একটা দরজা দিয়েই একদিন প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে।
মহামিলনের দিন-
হত্যার প্রতিষোধ, ধর্মের শোধ তিলেতিলে বদলা হবে।
 

কমেন্ট বক্স