যুক্তরাজ্যের নটিংহ্যামের রাস্তা থেকে তিন জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির পুলিশ আজ ১৩ জুন (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। খবর : বিবিসি ও আল জাজিরার। এ নিয়ে দেশটির কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তিনজনকে হত্যা করেছে- এমন সন্দেহে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
নটিংহ্যামশেয়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিক তিনজনের লাশ উদ্ধার করা হয়। বিবিসি বলছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং কয়েকটি রাস্তা ব্লক করে দিয়েছে। এক বিবৃতিতে নটিংহ্যামশেয়ারের পুলিশ প্রধান এ ঘটনাকে ভয়াবহ এবং দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমরা যে তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি তার সঙ্গে আটক ব্যক্তি জড়িত আছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এবং আসলে কী ঘটেছে- এ নিয়ে গোয়েন্দারা কাজ করছেন বলে জানান তিনি।
ঠিকানা/এম