কবির সুমন
দেশলাইয়ের বারুদমাখা কাঠি এই আমি
আমাকে আমি সঙ্গ দিয়েছি জন্মকাল থেকে
যবনিকার পটভূমিতে।
অনির্বাণ প্রজ্জ্বলিত শিখার
চারপাশে কীটপতঙ্গ, জন্তু-জানোয়ার;
কেউ মারছে, কেউ মরছে, কেউ পড়ছে
কেউ আলোচনায়
কেউ মহাখুশি সমালোচনায়।
ভালো মানুষ ছিল, আছে এমনকি থাকবে
সংখ্যালঘুর দলে নিজেকে পুষে রাখবে।
যার যার, ভাবনা আমার
কিছুটা ভালো মানুষের, উচ্ছিষ্ট তাহার।
পেনসিলে আঁকা ছবি চুপ থাকার, খুলে বলার
দেশলাইয়ের শলা জীবন অলংকার।