সুফিয়ান আহমদ চৌধুরী
ইলশেগুঁড়ি ইলিশ ভাজা
ছুঁ মন্তর ছুঁ,
হাওয়াই মিঠাই কী যে মজার
আস্ত করে ফুঁ।
তাধিন নাচে তাধিন নাচে
খুকু নাচে সুখে,
রাঙা বধূ ঘোমটা দিয়ে
হাসিখুশি মুখে।
দুলিয়ে লেজ পুষিও নাচে
এদিক সেদিক ঘুরে,
মেঘের সাথ রোদও হাসে
দোয়েল ডাকে সুরে।
বিষম ডাকে বিজলি দেখি
ইঁদুর দৌড়ে ঘরে,
খেলার ঘরে খেলনাপাতি
আনন্দ খেলা করে।
ব্যাঙের ডাক বাজছে কানে
বকের ঠোঁটে পুঁটি,
বাজছে ঢোল বিয়ের বাড়ি
করছে ছোটাছুটি।