Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বাঙালি সংস্কৃতি নষ্ট করার ষড়যন্ত্র সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বাঙালি সংস্কৃতি নষ্ট করার ষড়যন্ত্র সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী ছবি : সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আবহমানকালের আমাদের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র সহ্য করা হবে না।

আজ ১৪ ফেব্রুয়ারি (বুধবার) রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির পূজা কমিটি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে সৎ, আদর্শিক মানুষ হওয়া এবং ভালো ডাক্তার হওয়া জরুরি। দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এজন্য ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স