Thikana News
২৭ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : জসিম উদ্দিন

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : জসিম উদ্দিন ছবি : সংগৃহীত
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে নীলা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন। কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। আমি শিক্ষাব্যবস্থায় ইন্ডাস্ট্রিজ সম্পর্কে আধুনিক জ্ঞান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি।

এ সময় তিনি নোয়াখালী-২ আসনে আলহাজ্ব মোরশেদ আলমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সৈয়দ মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স