ফিলিস্তিনের গাজার রাফায় অভিযান চালিয়ে দুই জিম্মিকে উদ্ধারের দাবি করেছে ইসরাইল। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর বিবিসির।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডি) জানিয়েছে, উদ্ধার হওয়া ওই দুই জিম্মি ভালো আছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, রাফায় হামলা অব্যাহত রয়েছে, সেখানে বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা এজেন্সি ও দেশটির পুলিশ রাতভর যৌথ অভিযান চালিয়ে দুই ইসরাইলি জিম্মিকে উদ্ধার করেছে। তারা হলেন ফার্নান্দো সাইমন মারম্যান (৬০) ) এবং লুইস হার (৭০)।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় তারা প্রায় ২৫০ জনকে ধরে নিয়ে যায়।
গত নভেম্বরের শেষ সপ্তাহে হামাস ও ইসরাইলের মধ্যে এক সপ্তাহের যুদ্ধবিরতি হয়। ওই সময় ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। পরবর্তীতে যুদ্ধবিরতি ভেস্তে গেলে জিম্মিদের মুক্তির বিষয়টিও থমকে যায়। এরপর জিম্মিদের উদ্ধারে একাধিকবার অভিযান চালিয়েছিল ইসরাইলি সেনারা। কিন্তু তারা কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি। তবে দীর্ঘ ১২৮ দিন পর অবশেষে দুই জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধারের দাবি জানায় ইসরাইল।
এদিকে গাজার রাফায় রোববার রাতভর চালানো ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানায়, গাজার দক্ষিণের শহর রাফায় ইসরাইলের মুহূর্মুহু বোমা বর্ষণ ও বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। রাফার কয়েকটি এলাকার প্রায় ১৪টি বাড়ি ও তিনটি মসজিদে হামলা চালায় তারা। এ সময় দফায় দফায় ইসরাইলের বিমান হামলায় পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ঠিকানা/এসআর