Thikana News
০৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

মহাকাশে ১৬ বার সূর্যোদয় দেখলেন সুনিতা 

মহাকাশে ১৬ বার সূর্যোদয় দেখলেন সুনিতা  ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস। ছবি : সংগৃহীত
মহাকাশে থাকা সুনিতা উইলিয়ামস ১৬ বার সূর্যোদয় দেখেছেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছেন ভারতীয় বংশোদ্ভূত এ নভোচারী। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশন কর্তৃপক্ষ জানায়, সুনিতাসহ ৭২ নভোচারী ২০২৪ সালে এ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ পান।

গত জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশ যান নিয়ে ব্যারি উইলমোরের সঙ্গে স্পেস স্টেশনে রওনা করেন সুনিতা। ৯ দিনের মধ্যে তাঁর ফেরত আসার কথা থাকলেও এবার খ্রিষ্ট মাসেও তাঁকে সেখানে থাকতে হয়। 

নাসা জানিয়েছে, সম্ভবত আগামী মার্চে সুনিতা ও ব্যারি উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। সূত্র: এনডিটিভি 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স