বাংলাদেশ ব্যাংক আজ (রোববার) এক পরিপত্রে ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে পরিচালক হওয়ার বেশকিছু শর্ত তুলে ধরেছে। একই পরিপত্রে পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত নীতিমালাও প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই পরিপত্র জারি করে।
এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হতে হলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ৩০ বছর হতে হবে এবং কমপক্ষে ১০ বছরের ব্যবস্থাপনা বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।