Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


হঠাৎ সংসদের ক্যান্টিনে প্রধানমন্ত্রী মোদী, শাস্তি দিলেন সাংসদদের

হঠাৎ সংসদের ক্যান্টিনে প্রধানমন্ত্রী মোদী, শাস্তি দিলেন সাংসদদের ছবি : সংগৃহীত



 
তিনি এলেন, দেখলেন, সকলের মন জয় করলেন। তিনি অন্য কেউ নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংসদদের অবাক করে দিয়ে উপস্থিত হন সংসদের ক্যান্টিনে। আসলে বাজেট অধিবেশন চলাকালীন দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী মোদীর  মধ্যাহ্নভোজের আমন্ত্রণ পান আট সাংসদ। নিজেই সকলকে ডেকে নিয়ে যান মোদি। সেই সময় হঠাৎ গম্ভীর সুরে সাংসদদের বলেন, “আমি আজকে আপনাদের শাস্তি দেব। চলুন আমার সঙ্গে।” একথা শুনে সকলেই প্রথমে চমকে যান। তার পরে বুঝতে পারেন দুপুরের খাবারের জন্য সকলকে ডেকেছেন প্রধানমন্ত্রী। খাবারের তালিকায় ছিল, ভাত, ডাল, খিচুড়ি এবং তিলের লাড্ডু। টিডিপি থেকে রাম মোহন নাইডু, বিএসপি থেকে রিতেশ পান্ডে, বিজেপির লাদাখের সাংসদ জাম্যাং নামগিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগুন, বিজেডির সস্মিত পাত্র এবং বিজেপির মহারাষ্ট্রের সাংসদ হিনা গাভিত উপস্থিত ছিলেন মোদীর সঙ্গে । 

৪৫ মিনিটের মধ্যাহ্নভোজের সময় প্রধামন্ত্রীকে কাছে পেয়ে সাংসদরা তাঁর  জীবনযাত্রা, কখন তিনি ঘুম থেকে ওঠেন এবং কীভাবে তিনি এই ধরনের ব্যস্ত কর্মজীবন  পরিচালনা করেন সে সম্পর্কে জিজ্ঞাসা করেন।

মধ্যাহ্নভোজে উপস্থিত একজন সাংসদ এনডিটিভিকে বলেন, ‘‘সংসদের ক্যান্টিনে দুপুরের খাবারের জন্য প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়েছে। গল্প হয়েছে। খুব ভাল সময় কেটেছে।’’ অন্য আরেক সাংসদের কথায়, ‘‘একবারের জন্যও মনে হয়নি আমরা কোনও প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছিলাম।” বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাঝে  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে দেখা করার জন্য তার আকস্মিক সফর সম্পর্কে কথা বলেছেন - যিনি বিতর্কিত নির্বাচনের পরে পরবর্তী পাকিস্তান সরকার গঠনের দাবিদার হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী আবুধাবি মন্দির সম্পর্কেও কথা বলেছেন, যার জন্য তিনি ২০১৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং  পরের সপ্তাহে পরিদর্শন করতে চলেছেন। এটি আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির প্রকল্প।
সূত্র : এনডিটিভি

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স