মো. আবু তাহের চৌধুরী
নেতাগিরি আম ফল নহে
ঝাড়া দিলেই পড়বে,
মওসুম এলে তল কুড়িয়ে
টুকরি ঝাঁকি ভরবে।
অঙ্কুরে যার হাতে কড়ি
সেই তো পায় না পানি,
সারা জীবন নেতার সাথে
টানে কষ্টের ঘানি।
নেতা হতে জনগণের
বন্ধু হতে লাগে,
নিজের স্বার্থ ত্যাগ করিয়া
মানুষ দেখো আগে।
জেল-জুলুম ও হুলিয়াতে
হলে কি হয় ভিতু,
শুনতে হবে গালিগালাজ
সইতে হবে তিতু।
সব শিক্ষাতে গুরু লাগে
সাধন লাগে অতি,
আদর্শিকে সংগ্রাম করলে
হবে মহারথী ॥