Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সকল নিয়ম মেনেই জালালাবাদ ভবন কেনা হয়েছে

সকল নিয়ম মেনেই জালালাবাদ ভবন কেনা হয়েছে নিউইয়র্ক : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন  মইনুল ইসলাম।  সকল নিয়ম মেনেই জালালাবাদ ভবন কেনা হয়েছে
সঠিক নিয়মে জালালাবাদ ভবন কেনা হয়েছে বলে দাবি করেছেন প্রবাসের সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ। ২ জুন শুক্রবার রাতে এস্টোরিয়ায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য ও বিভ্রান্তমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে জালালাবাদবাসীর স্বপ্নের ভবন রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করুণ এবং প্রিয় সংগঠনকে এগিয়ে নিতে হাত বাড়িয়ে দিন।
সংবাদ সম্মেলনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবন কেনা নিয়ে সৃষ্ট জটিলতায় বহিস্কৃত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম উপস্থিত ছিলেন। 
লিখিত বক্তব্যে মিজানুর রহমান শেফাজ বলেন, আপনারা জানেন প্রবাসের অন্যতম আঞ্চলিক এবং বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভবন ক্রয় নিয়ে সঙ্কট চলছে। জালালাবাদবাসীর কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্যই এই সাংবাদিক সম্মেলন উল্লেখ করে শেফাজ বলেনজালালাবাদ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ভবন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কখনো আমারা সফল হতে পারিনি। বিগত কার্যকরি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত রেজ্যুলেশন মোতাবেক এবং সেই সাথে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে বর্তমান ভবনটি ক্রয় করতে সম্মত হই। তিনি বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি নন-প্রফিট সংগঠন। এমন সংগঠনের নামে কোন লোন নেওয়া যায় না। 
মিজানুর রহমান চৌধুরী শেফাজ বলেন, আমাদের সকলের অনুরোধে গত কার্যকরি পরিষদের কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম তার নামে বাড়ির লোন করতে সম্মত হন এবং আমরা ভবনটি ক্রয় করতে সক্ষম হই। আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার শেষ পর্যায়ে আমরা বাড়িটি ক্রয় করি। পরবর্তীতে নির্বাচিত কার্যকরি কমিটিকে দায়িত্ব হস্তান্তরের সময় ক্রয়কৃত ভবনের সম্পূর্ণ নথিপত্র, হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। সেই হিসাবে বর্তমান সভাপতি বদরুল হোসেন খান স্বাক্ষর করেছেন। আমাদেরও স্বাক্ষর রয়েছে। এই ভবনটি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী ক্রয় করা হয়েছে। 
তিনি বলেন, জ্যাকসন হাইটসে জালালাবাদের ভবনের জন্য বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজকে তৎকালীন কার্যকরি কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালের ৩০ ডিসেম্বর আমাদের একাউন্ট থেকে ২ লাখ ৫০ হাজার ডলার ট্রান্সফার করি। সেই ভবন নিয়ে সমস্যা হলে তিনি তিন দিনের মাথায় ২০২১ সালে ১ জানুয়ারি এক চেকে সেই অর্থ আমাদের ফেরত দেন। এ নিয়েও বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন সভাপতি ও বর্তমান কার্যকরি কমিটির কোন কোন সদস্য এই ভবন ক্রয় নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এই জটিল অবস্থার সৃষ্টি করেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিদায়ী কার্যকরি কমিটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক হিসাবে জালালাবাদবাসীকে আশ্বস্ত করতে চাই ভবনটি সঠিক নিয়মেই কেনা হয়েছে।
 

কমেন্ট বক্স