Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

জন উদ্দিন আর নেই

জন উদ্দিন আর নেই
 প্রবাসের সবচেয়ে বড় সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন (৬২) আর নেই। গত ৩ জুন শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
জন উদ্দিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় বাস করতেন এবং সেখানে তার স্ত্রী ও ১২ বছরের একটি ছেলে রয়েছে। এর আগে তিনি দীর্ঘদিন নিউইয়র্কে, এরপর টেক্সাসে ছিলেন। জন উদ্দিনের গ্রামের বাড়ি বিয়ানীবাজারে। 
জন উদ্দীনের পারিবারিক সূত্রে জানা গেছে,  শনিবার তারা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জন উদ্দীনের বুকে ব্যথা অনুভূত হয়। শ্বাস-প্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। অ্যাম্বুলেন্স কল করে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জন উদ্দীন অ্যালাবামা স্টেটের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন গ্রীষ্মকালীন সময়ে। কাজের জন্যই তারা এ শহরে থাকতেন। তাদের টেক্সাসে বাসা রয়েছে। অন্য সময়ে তারা টেক্সাসেই বসবাস করেন।
জন উদ্দীনের মৃত্যুতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন। 
এদিকে নিউইয়র্কে মরহুম জন উদ্দিনের জানাজার নামাজ ওজনপার্কস্থ আল-আমান মসজিদে (ফরবেল মসজিদ, ২০৩ ঋড়ৎনবষষ ঝঃ., ইৎড়ড়শষুহ, ঘণ ১১২০৮)  আজ ৭ জুন বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজার নামাজ শেষে বুধবারই লংআইল্যান্ড মেমোরিয়াল গোরস্তানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

কমেন্ট বক্স