Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

চীনকে মোকাবিলা করতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত

চীনকে মোকাবিলা করতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত ছবি : সংগৃহীত


মালদ্বীপে গবেষণা জাহাজ পাঠিয়েছে চীন। আর তার জবাব দিতে শ্রীলঙ্কায় অ্যাটাক সাবমেরিন পাঠালো ভারত। ভারতীয় নৌ বাহিনীর ডিজেল চালিত ওই সাবমেরিনের নাম আইএনএস কারাঞ্জ। সাবমেরিনটি শ্রীলংকার কলম্ব বন্দরে নোঙ্গর করেছে। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ভারতের সাথে যখন মালদ্বীপের কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। দেশটিতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জুর জয়ের পরই ভারতের সঙ্গে টানাপড়েন শুরু হয়। এখন মুইজ্জু সরকারের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে এ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের সাবমেরিনটি গত শ্রীলঙ্কা গিয়ে পৌঁছায়। শ্রীলংকার নৌবাহিনী এক্সে এ খবর পোস্ট করেছে। সাবমেরিনটি কলম্বো-বন্দরে পৌঁছানোর পর শ্রীলংকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়।

এর আগে জানুয়ারি মাসে চীনের একটি গবেষণা জাহাজ মালদ্বীপে নোঙ্গর করে।

এ নিয়ে উদ্বেগ জানিয়েছিল দিল্লি। ভারতের আশঙ্কা, গবেষণা জাহাজের আড়ালে গুপ্তচরবৃত্তিতে জড়িত চীনা জাহাজগুলো। শ্রীলঙ্কার বন্দরে চীনের যেকোনো গবেষণা জাহাজকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স