Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মিয়ানমারে ছোঁড়া গুলি এসে পড়ল বান্দরবানের অটোরিকশায়

মিয়ানমারে ছোঁড়া গুলি এসে পড়ল বান্দরবানের অটোরিকশায় ছবি : সংগৃহীত
এবার মিয়ানমার থেকে ছোঁড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় এক সিএনজিচালিত অটোরিকশায়। গুলির আঘাতে অটোরিকশার সামনের গ্লাস ফেটে গেছে। ৩ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ২টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে।

তুমব্রুর স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, তুমব্রু উত্তর পাড়া রাস্তা দিয়ে একটি অটোরিকশা আসছিল। এমন সময় একটি গুলি এসে পড়ে চলন্ত গাড়ির সামনের গ্লাসে।

তিনি আরও বলেন, দুদিন কিছুটা শান্ত থাকার পর তুমব্রু সীমান্তে আবারও মিয়ানমার থেকে মর্টারশেল ও গুলির শব্দ আসছে।

মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে থেমে থেমে গুলিবর্ষণ ও মটারশেলের বিকট শব্দে প্রায়ই কেঁপে ওঠে সীমান্ত এলাকা। রাত নামলেই শুরু হয় তাদের গোলাগুলি।

এ বিষয়ে উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাংগীর আজিজ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এলাকার সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছন ইউপি চেয়ারম্যান। 

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স