Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

না নিতে চাইলে দায়

না নিতে চাইলে দায়
সুজন দাশ

শিশুদের মনে ঢুকিয়ো না বিষ ওরা আগামীর মুখ,
ওরাই ধরবে পৃথিবীর হাল বিলাবে দুঃখ-সুখ!
হিংসা-বিভেদে জড়িয়ো না তারে মহত্ত্বটুকু দাও,
কচি মাথা তুমি খেয়ো না চিবিয়ে আঁধারে টেনো না নাও।

প্রকৃতির মাঝে ছেড়ে দাও তারে উদারতা দাও মনে,
ভাসাও প্রীতিতে শেখাও সত্য না যাক মিথ্যে রণে!
প্রকৃত জ্ঞানে জ্ঞানী করো তারে মিলেমিশে যাতে বাঁচে,
পৃথিবী হচ্ছে দিন দিন ছোট বিভেদ না করে পাছে!

মূর্খ বানালে মূর্খই হবে টানবে সমাজ পিছে,
বাধাবে ঝগড়া হানাহানি যত মানবতা যাবে নিচে!
মানবতাহীন মানুষ কিন্তু কখনো মানুষ নয়,
মাতে না কখনো সৃষ্টিতে তারা ধ্বংসের বোঝা বয়!

মানবিক গুণে গুণী করো তারে না নিতে চাইলে দায়,
ছেলের কীর্তি বাবাকেও টানে দায় এসে বর্তায়।
আপনাকে বড় কখনো করো না মহান মানুষ হলে,
মানবিকতায় আলো যেন এক ইতিহাস হয়ে জ্বলে!

শিশুর মধ্যে বেঁচে রয় বাবা যদি সে আলোক পায়,
মূর্খ হলে তো সব যাবে ভেসে সব হয়ে যাবে নাই!
আসছে পৃথিবী বুদ্ধি-জ্ঞানের জ্ঞানীরাই টিকে রবে,
মূর্খ মানুষ বাধাবে ঝগড়া নিজ দোষে শেষ হবে।

কমেন্ট বক্স