Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রিক্তের বেদন

রিক্তের বেদন
মোহাম্মদ মহিবুর রহমান

সকালের উদীয়মান সূর্য বলে দিনের গল্প
তা বুঝে কিছু লোক অল্প স্বল্প।
সূর্যের প্রখরতা বলে দেয় তাপমাত্রা
ঠান্ডা, গরম নাকি মাঝারি মাত্রা।

মানুষের আচরণে থাকে বিভিন্ন ধাপ
ব্যবহারে করে অনেকে তাদের বংশের মাপ।
আস্তে আস্তে সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে
তেজ কমে বিলীন হয়ে যায় মনে হয় বাতাসে।

সমাজে অনেকের থাকে জৌলুশ
কারও রূপ আবার কারও ক্ষমতা
বয়সের সঙ্গে আস্তে আস্তে চলে আসে জড়তা।
শুধু আসে মনে অতীত কল্পনা
রূপ-জৌলুশ আজ সবই অচেনা।

ঘনিয়ে আসে জীবনে রিক্ততা
সবকিছু আছে কিন্তু চলে না শরীর আজ
বয়স আমাদের দিচ্ছে নতুন সাজে সাজ।
পরপারে যেতে হবে যতই থাকুক সফলতা ও ব্যর্থতা
ধীরে ধীরে ভরে যাবে রিক্তের বেদন চারপাশ
নিজের কাছে মনে হবে শূন্যে আমাদের বসবাস।
 

কমেন্ট বক্স