লাবলু কাজী
সীমানা পেরিয়ে মন হারিয়ে
চলি অজানা গন্তব্যে উদাসীন বাউল
সাজি না সাজি মন ভ্রমরায় উতলা বাতাস
হাওয়ার নাচনে লয় মোরে উড়াইয়া অজানায়...
স্বপ্নের মাত্র ডানা মেলতে শুরু করল
উড়তে তো পারল না শিকারি ঈগল পাখি যেমন
পারল না ইচ্ছার মাছগুলো ধরার গাঙচিল সকাশে
গ্যাসবেলুন হঠাৎ পাংচার নীল আকাশ বিশাল, ভয়ে।
মাটিতে পড়ার ভয় অহরহ অজানা শিহরণ
বুক কাঁপে কম্পিত ঝড়-তুফানের আগমনী বার্তা
ভূমিকম্পে ভূমি থতমত অসহায় আবালবৃদ্ধবনিতা
আমি দেখি উপলব্ধির আকাক্সক্ষা মানুষ না মরে অযথা...
জীবন এখন খরার চৈত্র মাস তাণ্ডবে
কনকনে শীতের মাঘ মাস
পত্রপল্লবের জীর্ণশীর্ণ কঙ্কাল
আশায় বসন্তের সবুজ পাতা অন্তর মম।
-নিউইয়র্ক, ২০ জানুয়ারি ২০২৪