Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ফরিদপুরে তালাবদ্ধ লাগেজ মিলল মরদেহ

ফরিদপুরে তালাবদ্ধ লাগেজ মিলল মরদেহ ছবি : সংগৃহীত
ফরিদপুর পৌর বাস টার্মিনালে ফেলে যাওয়া একটি তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ জানুয়ারি (শনিবার) বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে গোল্ডেন লাইন বাস কাউন্টারের সামনে বিদ্যুতের খুঁটির কাছে বড় ওই লাগেজটি পড়ে ছিলো। সকাল ১০টার দিকে সেটি উপস্থিত লোকজনের নজরে আসে। এরপর মালিককে না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে একটি মৃতদেহ উদ্ধার করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লুঙ্গি আর সোয়েটার পরিহিত মৃতদেহের উপরে জামা-কাপড় দিয়ে ঢেকে লাগেজবন্দি করা ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, অজ্ঞাতনামা ওই লাশটির আনুমানিক বয়স ৪৫। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান ওসি।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স