Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইতালিতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

ইতালিতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা ছবি সংগৃহীত
ইতালিতে সুমন মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও দূতাবাসের ধারণা মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সুমন আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এক ইতালিয়ান পথচারী তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, সুমন কয়েক মাস আগে ইতালিতে যান। তার বাড়ি কুমিল্লার হোমনার চম্পক নগরে। বাবার নাম এ বারিক।

রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। আত্মহত্যার আগে সুমন পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

এদিকে সুমনের আত্মহত্যার ঘটনায় আরেক ইতালি প্রবাসী মুরাদ মহিবুর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়।

তিনি জানান, এক বুকস্বপ্ন নিয়ে সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন সোনার হরিণ ধরতে! কিন্তু স্বপ্ন আর বাস্তবতা বড়ই কঠিন। দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স