সংযুক্ত আরব আমিরাতের উম্মুল খোয়াইনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নুরুল আমিন (৩৪) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) উম্মুল খোয়াইন শহরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আমিন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল আমিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি হাটহাজারীর ফতেপুর গ্রামের আলাওল পাড়ার মৃত জেবল হোসেনের তৃতীয় ছেলে।
নিহতের স্ত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন জানান, নুরুল আমিনের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। আমিরাতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


