দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। রোববার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যু হয় করোনা আক্রান্ত ওই ব্যক্তির।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। এ সময় ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত ২৯ হাজার ৪৮০ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন।
এর আগে গত সপ্তাহে দেশে পাঁচজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন জেএন.১ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকার ও দুজন ঢাকার বাইরের। গত বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ তথ্য জানায়।
ভারতের কেরালায় গত বছরের শেষ দিকে শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন এই ধরন। জেএন.১ নামের এই ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের অনেক বিজ্ঞানী। তারা বলছেন, এটি করোনার আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক।
বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, করোনার ওমিক্রন ধরনের উপধরন বিএ.২.৮৬ অথবা পিরোলার মতোই এই জেএন.১ ধরন। এটি গত সেপ্টেম্বরে আমেরিকায় প্রথম শনাক্ত হয়। এরপর গত ১৫ ডিসেম্বর ভারতে সাতজনের দেহে এই ধরন শনাক্ত হয়।
করোনার জেএন.১ ধরন শনাক্ত হওয়া ভারতের কেরালার এক নারীর দেহে ইনফ্লুয়েঞ্জার মতো রোগের মৃদু লক্ষণ দেখা যায়। প্রাথমিকভাবে এটিই এই রোগের লক্ষণ বলে মনে হচ্ছে।
ঠিকানা/এনআই