তীব্র কুয়াশার কারণে আজ ২১ জানুয়ারি (রবিবার) সকাল ৭টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নোরুটের ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম খালেদ নেওয়াজ জানিয়েছেন, সকাল শুরু হওয়ার পর থেকে তীব্র কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ- দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। কুয়াশার প্রাদুর্ভাব কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে এই কর্মকর্তা জানান।
ঠিকানা/ছালিক