Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

মেয়ের মৃত্যুর পর তাকে পাথরে পরিণত করলেন মার্কিন দম্পতি

মেয়ের মৃত্যুর পর তাকে পাথরে পরিণত করলেন মার্কিন দম্পতি ছবি : সংগৃহীত


১৫ মাস বয়সী কন্যার হৃদয়বিদারক মৃত্যুর পর  এক মার্কিন  দম্পতি কাইলি এবং জ্যাক ম্যাসি  বাড়িতে তাদের প্রয়াত ছোট্ট মেয়েটির উপস্থিতি নিশ্চিত করার জন্য একটি স্বতন্ত্র পদ্ধতি বেছে নিলেন। গত বছরের এপ্রিলে তাদের ১৫ মাসের সন্তান পপিকে হারিয়েছেন। তাদের মেয়ে টিবিসিডি নামক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়েছিল। জন্মের সময় সুস্থ থাকলেও পপির যখন ৯ মাস তখন সে এই রোগে আক্রান্ত হয়। পপির এমআরআই রিপোর্টে দেখা যায়, তার মস্তিষ্কের মাঝখানের অংশ কর্পাস ক্যালোসাম ঠিকমতো বিকশিত হয়নি। এরপর ৫ মাস বয়সে পপির টিবিসিডি নামক বিরল রোগ ধরা পড়ে। সেই সময়ে পপি ছিল বিশ্বের ৩৮ তম শিশু, যে এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের নানা চিকিৎসার পরেও পপি সুস্থ হয়নি। মৃত্যুর কয়েকদিন আগে পপির শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

পপির ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসকেরা শেষ  জবাব দিয়ে দেয়ার পর মুহূর্ত গোটা পরিবারের জন্য হৃদয়বিদারক ছিল। কাইলি জানান, তারা পপির ভষ্ম বাড়িতে রাখতে চেয়েছিলেন। কিন্তু, বাড়িতে তাদের আরও দুই ছোট সন্তান রয়েছে। তাই এমন কিছু ঘরে রাখতে চাননি, যেটা তাদের সন্তানের মনের উপর প্রভাব ফেলে বা তারা ভয় পায়। সেই সময়ে তারা একটি সংস্থার খোঁজ পান, যেখানে ভষ্ম থেকে সুন্দর পাথর তৈরি করা যায়। ওই সংস্থার ক্যাটালগে লেখা ছিল, ছাই থেকেও সুন্দর পাথর তৈরি করা যেতে পারে, যাকে বিভাজন পাথর বলা হয়। অনিচ্ছা ও কিছুটা সংশয় নিয়েই শেষ পর্যন্ত সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন ওই মার্কিন দম্পতি। পপির মৃত্যুর কয়েক মাস পর ওই মার্কিন দম্পতির বাড়িতে হাতে লেখা একটি নোট এবং একটি “সুন্দর বাক্স” আসে। যা দেখে হতবাক হয়ে যান কাইলি ও জ্যাক। নোটটিতে লেখা ছিল, ‘আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ এরপর বাক্সটি খুলতে দেখা যায়, তার ভিতরে ১৩-১৪টি ছোট সাদা রঙের পাথর ছিল, যা দেখতে খুব সুন্দর। এগুলিই পপির ভষ্ম থেকে তৈরি।

সূত্র : এনডিটিভি

 

কমেন্ট বক্স