Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

বিএনপি ক্ষমতায় গেলে বিষপানে আত্মহত্যার ঘোষণা এমপি নাজিমের

বিএনপি ক্ষমতায় গেলে বিষপানে আত্মহত্যার ঘোষণা এমপি নাজিমের ছবি : সংগৃহীত
বিএনপি ক্ষমতায় গেলে বিষপানে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। ২৬ মে (শনিবার) গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

উঠান বৈঠকে এমপি বলেন, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব; যদি শুনি নৌকা হেরে গেছে। ক্ষমতায় গেছে খালেদা জিয়া।

আমি আর বেঁচে থাকতে চাই না। তাহলে বেঁচে থাকার আর কোনো মূল্য নাই। কেননা যৌবনে অস্ত্র ধরেছিলাম দেশ স্বাধীন করেছিলাম। হায়েনেরা মা-বোনের ইজ্জত লুঠে নিয়েছে ও ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন। সেই হায়েনারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমার বেঁচে থেকে আর লাভ কী! তাহলে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই!

তিনি আরও বলেন, আমি নিঃস্ব ও রিক্ত! ব্যাংকে আমার কোনো টাকা পয়সা নাই। আমার কোনো সহায়-সম্পদ নেই। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়ন।  

মাওহা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ঠিকানা/এম

কমেন্ট বক্স