Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

বুবলীর ‘ফ্ল্যাশব্যাকের’ ফার্স্টলুক প্রকাশ্যে

বুবলীর ‘ফ্ল্যাশব্যাকের’ ফার্স্টলুক প্রকাশ্যে ছবি : সংগৃহীত





 
কলকাতার ছবির নতুন লুক প্রকাশ করলেন শবনম বুবলী। সিনেমার নাম ‘ফ্ল্যাশব্যাক’। এতে অঞ্জন, ডিকে ও শ্বেতা— এই তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও অভিনেত্রী শবনম বুবলী।

এর গল্পটা এমন—মঞ্চ থেকে দীর্ঘ দিন দূরে রয়েছে জনপ্রিয় অভিনেতা অঞ্জন। সমাজের স্রোতে বয়ে চলেছে এক ভবঘুরে ডিকের জীবন। অন্য দিকে রয়েছে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা। ভাগ্যের লিখনে একসময় সমাজের তিন ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিন চরিত্রের দেখা হয়। পাহাড়ি জনপদে তিন চরিত্রের জীবন কোন পথে বাঁক নেবে? উত্তর দেবে বাংলাদেশের পরিচালক রাশেদ রাহার ছবি ‘ফ্ল্যাশব্যাক’। খায়রুল বাশার নির্ঝরের গল্পে এটি পরিচালনা করেছেন তিনি।

এবার প্রকাশ্যে এলো ছবির তিন অভিনেতার ফার্স্টলুক। এতে তিনজনকেই সিরিয়াস মুডে পাওয়া গেছে। কস্টিউমেও আছে কালোর বাহার।

বুবলীর পোশাকে আধুনিকতার ছাপ। পরেছেন কালো ভেলভেটের ওভারকোট। সৌরভকে একগাল দাড়িতে পাওয়া গেল। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা তার লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট ও চোখে চশমা। হাতে সিগারেট ও পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।

সম্প্রতি কলকাতা শহরে এই ছবির কয়েক দিনের শুটিং হয়েছে। আপাতত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে শুটিং চলছে। চলতি মাসের শেষ দিকেই শেষ হবে এটি।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স