Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্ৰামে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু রোগী বেশি : স্বাস্থ্য অধিদপ্তর

চট্টগ্ৰামে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু রোগী বেশি : স্বাস্থ্য অধিদপ্তর রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি
চট্টগ্ৰামে রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গু রোগী বেশি। গত বছরও এই সংখ্যাটা বেশি ছিলো। রোহিঙ্গা জনগোষ্ঠিতে জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত ডেঙ্গু রোগী ১ হাজার ৬৬ জন। ক্যাম্পগুলোর যে ব্যবস্থাপনা সেখানে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রের ব্যাবস্থাপণা কঠিন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা নাজমুল ইসলাম। আজ ২৮ মে সকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা আহমেদুল কবীর, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. রাশেদা সুলতানা, পরিচালক (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা রোবেদ আমীন প্রমুখ।

অধ্যাপক ডা আহমেদুল কবীর বলেন, চলতি বছর প্রথম ৫ মাসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। অনান্য বছরের তুলনায় তা অনেক বেশি। ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা রয়েছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স