ব্রিকসের অংশ হতে আগ্রহ জানিয়েছে প্রায় ৩০ দেশ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজ ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন। মস্কোতে তিনি ২০২৩ সালে রাশিয়ার কূটনীতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি বিশ্বব্যাপী ব্রিকসে যোগদানে দেশগুলোর আগ্রহকে রাশিয়ার অন্যতম কূটনৈতিক সফলতা হিসেবে আখ্যায়িত করেন।
২০২৩ সালের ব্রিকস সম্মেলন থেকে জোটটির নতুন সদস্য ঘোষণা করা হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার যুক্ত হওয়ার পর এবারই প্রথম নতুন সদস্য নিলো ব্রিকস। আগে থেকে এর সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এ বছর নতুন করে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।
এদিকে ল্যাভরভ জানান, নতুন করে আরও অন্তত ৩০ দেশ ব্রিকসে প্রবেশ করতে চান। এরমধ্যে আছে ভেনিজুয়েলা, থাইল্যান্ড, সেনেগাল, কিউবা, কাজাখস্তান, বেলারুশ, বাহরাইন ও পাকিস্তান। তারা সবাই আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। এ ছাড়া মৌখিকভাবে আগ্রহ জানিয়েছে সিরিয়া, তুরস্ক, নিকারাগুয়া, ইন্দোনেশিয়া ও জিম্বাবুয়ে।
ঠিকানা/ছালিক