Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


জামিনে মুক্ত জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান

জামিনে মুক্ত জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান ছবি সংগৃহীত



 
অবশেষে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হলেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এর আগে জামিন পেলেও কয়েক দফা কারাফটক থেকে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শাহজাহান চৌধুরীর আইনজীবী মনজুর আহমেদ আনসারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেশ কয়েক দফায় কারাফটক থেকে শাহজাহান চৌধুরীকে আটক করে কারাগারে রাখা হয়। সর্বশেষ বুধবার সন্ধ্যার দিকে কারাগার থেকে তিনি মুক্তি পান।’

জানা যায়, ২০২১ সালের ১৪ মে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ার বাসভবন থেকে শাহজাহান চৌধুরীকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স