Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জাতীয় পার্টি ছাড়লেন নিয়াজ উদ্দিন

জাতীয় পার্টি ছাড়লেন নিয়াজ উদ্দিন ছবি সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন পদত্যাগ করেছেন। রোববার (১৪ জানুয়ারি) পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন এম এম নিয়াজ উদ্দিন। তিনি গাজীপুর মহানগর কমিটির সভাপতি ছিলেন। পদত্যাগপত্রে পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এ মুহূর্তে সক্ষম নন বলে জানিয়েছেন নিয়াজ উদ্দিন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমি দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মুহূর্তে সক্ষম নই। এ অবস্থায় আমি চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা, গাজীপুর মহানগরের সভাপতিসহ সকল দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।’

এম এম  নিয়াজ উদ্দিন গত গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে কয়েক দিন আগে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দুই আসনের মধ্যে তিনি গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে ভোট পান ১ হাজার ২৭৬টি ও গাজীপুর-৫ (কালিগঞ্জ-সদর উপজেলার বাড়িয়া ও সিটির একাংশ) আসনে ভোট পান ২০০টি। তিনি দুটি আসনেই জামানত হারান।

এম এম নিয়াজ উদ্দিন বলেন, ‘আমি স্বেচ্ছায় রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম। আমি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকব না।’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘গাজীপুরে সামাজিক কাজ করে যাব। বিশেষ করে, এলাকার কিশোর ও যুবকদের বই পড়তে আগ্রহী করে তুলব। সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান নিয়ে করে যাব।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স