নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেছেন।
এই দায়িত্ব বণ্টনে অনেক চমক প্রত্যাশিত ছিল। তবে এর মধ্যে অর্থ, পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বণ্টনে চমক দেখিয়েছেন শেখ হাসিনা।
এর মধ্যে এবারের মন্ত্রিসভার নতুন মুখ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয় এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয় সামলাতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সবচেয়ে বড় চমক এসেছে। সদ্য বিদায়ী সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে বিশ্বের দরবারে বাংলাদেশকে উপস্থাপনের দায়িত্ব দিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এরপর ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
