Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

শপথ নিয়েই মাঠে সাকিব

শপথ নিয়েই মাঠে সাকিব ছবি সংগৃহীত





 
সারা দিনের ব্যস্ততা শেষে সংবাদকর্মীরা যখন বিকেলে গন্তব্যে ফেরার অপেক্ষায়, ঠিক তখনই আবারও প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। হঠাৎ করেই মাঠে উপস্থিত সাকিব আল হাসান।

মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আজই (১০ জানুয়ারি) শপথ নিয়েছেন সাকিব। শপথ গ্রহণকে কেন্দ্র করে অনেকে ভেবেছিলেন, এই বিশেষ দিনটিতে অন্তত রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সব ধারণাই পাল্টে দিলেন তিনি।

মিরপুর ইনডোরে চলছে সাকিবের অনুশীলন। বোলিংটা এখনো ভালোভাবে শুরু করতে না পারলেও ব্যাটিংয়ে ঘাম ঝরাচ্ছেন কদিন ধরেই। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব।

মিরপুরে বুধবার সকালে অনুশীলনে দেখা গেল বাংলাদেশের তিন তারকাকে। ১৯ জানুয়ারি থেকে শুরু বিপিএলকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই হোম অব ক্রিকেটে খেলোয়াড়দের আনাগোনা। তারই ধারাবাহিকতায় আজ অনুশীলন করেছেন ফরচুন বরিশালের তিন তারকা—মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

মিরপুরে পা রেখেই হালকা দৌড়াদৌড়ির পাশাপাশি দীর্ঘক্ষণ জিম করেছেন মুশফিক। মাহমুদউল্লাহ ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। গতকাল মঙ্গলবার তাসকিন আহমেদের বলে চোট পাওয়ার পর তামিমের অনুশীলনে ফেরা ছিল ফরচুন বরিশালের জন্য স্বস্তির খবর।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স