নাটকের নির্মাতা হিসাবে বেশ জনপ্রিয় কাজল আরেফিন অমি। গত বছরের মাঝামাঝি জানিয়েছেন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ নির্মাতা। এরই মধ্যে কাজও সম্পন্ন করেছেন। প্রথমবার ওয়েবফিল্ম নিয়ে দর্শকদের সামনে আসছেন এ নির্মাতা।
একঝাঁক তারকাশিল্পী নিয়ে নির্মিত ‘অসময়’ নামে এ ফিল্মটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন নতুন বছরের প্রথম দিন। জানিয়েছেন এটি মুক্তির মাধ্যমও। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি প্রকাশ হবে।
এ ফিল্মের নির্মাতা মূলত সোসাইটির শো-অফের গল্প দেখাতে চেয়েছেন বলে জানিয়েছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘দারুণ একটি গল্প। অমি ভাই গল্প প্রসঙ্গে যতটুকু বলেছেন সেটার সূত্র ধরে বলতে চাই, লোক দেখানো ভাবটাই এতে ফুটে উঠেছে। আমার চরিত্রটিও দারুণ। আশা করছি দর্শকের পছন্দ হবে।’
ঠিকানা/এসআর