দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নীলফামারী-২ আসনে সর্বমোট ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর সব কটি ভোটকেন্দ্র থেকে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন।
নূরের প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন মাত্র ১৫ হাজার ৬৮৪ ভোট। এই আসনে আসাদুজ্জামান নূর এবং মো. জয়নাল আবেদীন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির মো. শাহজাহান আলী চৌধুরী (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৮৪৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মোরছালীন ইসলাম (ডাব) কোনো ভোটই পাননি।
ঠিকানা/এনআই