মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী, সাবেক দুবারের সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের দিন বিকেল সাড়ে তিনটায় এই ঘোষণা দেন এম এম শাহীন। এ ছাড়া ভোট বর্জনের ঘোষণা দিয়ে জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগও দেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, কুলাউড়ার ১০৩টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেলের কর্মী-সমর্থকরা কেন্দ্র দখল করে জালভোট দিচ্ছে। তা ছাড়া এই নির্বাচনী এলাকার কোনো কোনো কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়।
এম এম শাহীন আরও বলেন, কোনো কেন্দ্রের আশপাশে আমার কর্মী-সমর্থকদের অবস্থান করতে দেওয়া হচ্ছে না। নৌকার সমর্থকদের এসব অপকর্ম রোধে কিছু দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনেক কেন্দ্রে প্রশাসনের কিছু লোক নৌকা প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবস্থান নিয়েছে।
ঠিকানা গ্রুপের চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। তাই আমি তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হই। কিন্তু ভোটের দিন দুপুর থেকে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পাই। তাই বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট বর্জন করলাম।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


