Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ভোট গ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা

ভোট গ্রহণ শেষ, এবার ফলের অপেক্ষা ছবি সংগৃহীত
রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে শুরু হয় দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল চারটায় শেষ হয়েছে। এতে বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিকেলে ইসি সচিব জানান, এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে। সাতটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আমাদের দুজন প্রিসাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভোট গ্রহণ শেষে এবার ফলের অপেক্ষায় প্রার্থীরা। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। তাই দ্বাদশ নির্বাচনে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ৯৭০ প্রার্থী। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করেছেন ১ হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেছেন ৪৩৬ জন।

ভোটের দিনে মুন্সিগঞ্জে একজন নিহতের খবর পাওয়া গেছে। একটি ভোটকেন্দ্রের বাইরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মো. জিল্লুর রহমান মীরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি বলে জানা গেছে। তবে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তি অন্য কোনো একটি মার্ডার মামলায় আসামি ছিলেন। ওই এলাকায় আসায় ছুরিকাঘাতে তিনি মারা গেছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি জানায়, বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, ময়মনসিংহে ২৯ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

ভোট গ্রহণের সময় দেশের কয়েকটি আসনে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।

ভোট গ্রহণ চলাকালে কয়েকটি আসনের কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান চার প্রার্থী। এ ছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টোসহ কয়েকজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেছে, এবার সারা দেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার, যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স