ভোট প্রদানে বাধা বা অনিয়মের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনিটরিং সেলে তিনি এ কথা বলেন।
জানা যায়, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে। এই অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। অনিয়মের কারণে দেশের আরও দুটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
এসব বিষয়ে ইসির পদক্ষেপ জানতে চাইলে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, ভোটকেন্দ্র বন্ধের জন্য যে দায়ী সে যদি মন্ত্রীপুত্রও হয়, তাকে গ্রেপ্তার করতে হবে। মাঠ প্রশাসনকেও তিনি একই নির্দেশনা দিয়েছেন বলে জানান।
ঠিকানা/এনআই