Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী!

প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী! প্রকাশ্যে নৌকায় ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী!
গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিলেন জামালপুর-২ আসনের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতা কর্মী ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন।

 

এরই মধ্যে ধর্ম প্রতিমন্ত্রীর ভিডিওটি প্রকাশ্যে চলে এসেছে। ওতে দেখা যায়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রে ঢুকেন। সেখানে তাকে ব্যালট পেপার দেয়া হয়। সে সময় তিনি কালো কাপড়ে ঘেরা গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্সের পাশে ব্যালট পেপার রেখে নৌকা প্রতীকে ভোট দেন। এরপর তিনি ব্যালট পেপার ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলেন।

তবে এ বিষয়ে কথা বলার জন্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি ব্যস্ত পাওয়া যায়।

সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান স্বীকার করে বলেন, ধর্ম প্রতিমন্ত্রী এ কেন্দ্রের ভোটার। তিনি সকাল ৯টার দিকে ভোট দিতে আসেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী ব্যালট বাক্সের পাশে ব্যালট রেখে প্রকাশ্যেই সিল দিয়েছেন।

প্রকাশ্যে ভোট দেয়ার বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন মধ্যে পড়ে কি-না এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রিজাইডিং কর্মকর্তা শাহীনুর রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ভোট দেয়ার জন্য গোপন কক্ষ রয়েছে। একজন ভোটার প্রকাশ্যে ভোট দিতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।

এ সময় মো. সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী প্রকাশ্যে ভোট দিয়েছেন কি-না বিষয়টি আমার জানা নেই। যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
 
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালপুর-২ (ইসলামপুর) আসন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৯০৭। ভোটকেন্দ্র ৯২টি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধর্ম প্রতিমন্ত্রীসহ ৬জন।

ঠিকানা/এসআর


কমেন্ট বক্স