Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে আমার ভালো লাগছে: চিত্রনায়ক ফেরদৌস

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে আমার ভালো লাগছে: চিত্রনায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেছেন, প্রধানমন্ত্রী এবং তার মেয়ে পুতুলের ভোট দুটো পেয়েছি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার।

রোববার (৭ জানুয়ারি) সকাল চিত্রনায়ক ফেরদৌস তার এ ভালো লাগার কথা জানান।

 

এর আগে সকাল ৮টা ৩ মিনিটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা সিটি কলেজে নৌকা প্রতীকে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস।

ভোট প্রয়োগ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।’

বিএনপি জ্বালাও-পোড়াওয়ের অনেক ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জঘন্য কাজগুলো যারা করেছে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। দেশের মানুষের কল্যাণও চায় না। গণতান্ত্রিক ধারা চায় না। আমাদের সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নৌকা মার্কার জয় হবে। আবারও আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর এ বিশ্বাস আমার আছে।’

ঠিকানা/এসআর


কমেন্ট বক্স