Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ওমরাহ করতে গেলেন শাকিব খান

ওমরাহ করতে গেলেন শাকিব খান
গত বছর থেকেই বেশ ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। টানা কাজে সময় পার করছেন তিনি। এর বিরতিতে এবার সৌদি আরবে উড়াল দিলেন শাকিব খান। উদ্দেশ্য, ওমরাহ পালন। আজ ২ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন।

এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন শাকিব। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সূত্রে জানা যায়, ওমরাহ থেকে ফিরেই শাকিব তার অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারত যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিং করবেন। এরপর উড়াল দেবেন আমেরিকায়। কারণ সেখানেও হবে ‘রাজকুমার’র দৃশ্যধারণ। এটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

অনন্য মামুনের ‘দরদ’ মুক্তির কথা আছে ফেব্রুয়ারিতে, ভালোবাসা দিবস উপলক্ষে। এছাড়া শাকিবের অ্যাকশন ধাঁচের আরেক সিনেমা ‘তুফান’র কাজ শুরু হবে মার্চে। যা আসবে কোরবানির ঈদে। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি।


ঠিকানা/এম

কমেন্ট বক্স