আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দুর্নীতি করতে ক্ষমতায় আসিনি। ক্ষমতায় এসেছি দেশের মানুষের কল্যাণে কাজ করতে। অথচ, বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে পদ্মা সেতুতে ঋণ দেওয়া স্থগিত করে দেয়। আমরা নিজের টাকায় পদ্মা সেতু করেছি।’
২ ডিসেম্বর (মঙ্গলবার) ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। যারা মুক্তিযুদ্ধে আমাদের সমর্থন দেয়নি, তারা এখন ষড়যন্তে লিপ্ত হয়েছে। আমি তাদের কাছে মাথানত করি নাই বলে তারা ষড়যন্ত্র ও চক্রান্ত আরও বাড়িয়ে দিয়েছে।’
দরিদ্রদের কল্যাণে নেওয়া সরকারের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য নিরাপত্তা কর্মসূচি নিয়েছি। নৌকা মার্কা নিয়ে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় এলেই এগুলো দেওয়া হয়।’
শিক্ষাখাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ৩ কোটি ৯৪ লাখ শিক্ষার্থীদের হাতে বিনামূল্য পাঠ্যবই তুলে দিতে পেরেছি। শিক্ষার্থীরা যাতে বিনামূল্যে পড়তে পারে, সেজন্য আমরা উপবৃত্তির ব্যবস্থাও করেছি। আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা আমরা তরুণ প্রজন্মকে দিচ্ছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা অর্জন করুক। এ জন্যই আমরা নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা শিক্ষার হার বাড়াই। আর বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। এটার কারণ হলো, বিএনপিনেত্রী (খালেদা জিয়া) ম্যাট্রিকে দুই বিষয় ছাড়া সব বিষয়ে ফেল করেছে। ফলে দেশের শিক্ষার হার বাড়লে তাদের ভালো লাগে না।’
চাকরিজিবীদের বেতন-ভাতা বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছি। সেই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বেতনও বাড়ানোর ব্যবস্থা করেছি।’
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের প্রতি ইঞ্চি জমি চাষাবাদ করতে হবে। আমিও নিজেও এ উদ্যোগ নিয়ে কাজ করছি। আমার গণভবন এখন ছোটখাটো একটি কৃষি খামার।’
ঠিকানা/এম
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
