Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় প্রধানকে ছুরিকাঘাত

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় প্রধানকে ছুরিকাঘাত ছুরিকাঘাতের পর মাটিতে লুটিয়ে পড়েন লি জায়ে-মিউং। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে (৫৯) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়ার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলাকারী প্রতারণার আশ্রয় নিয়ে একটি অটোগ্রাফের জন্য লির কাছে গিয়েছিলেন। তারপর তিনি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি ধারাল অস্ত্র দিয়ে লির ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছে। হঠাৎ সে লাফ দিয়ে উঠে আগে বেড়ে তার হাত লম্বা করে লির গলায় ছুরিকাঘাত করে। পুরো বিষয়টি ঘটতে খুব বেশি সময় লাগেনি। ছুরিকাঘাতের পরপরই লি মাটিতে পড়ে যান। পরে লিকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র রাখা বা বহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। এর আগে, ২০০৬ সালে তৎকালীন রক্ষণশীল বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স