Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি গ্রেপ্তার ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় বছরের প্রথম দিনেই ১০৮ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অব্যাহত সাঁড়াশি অভিযানে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়লেন তারা। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার।

প্রতিবেদনে বলা হয়, এদিন দিনগত রাত দুইটার দিকে জোহর উলু চোহর একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে ভিসাবিহীন ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।

জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, স্থানীয়দের অভিযোগ পেয়ে নির্মাণশ্রমিকদের একটি ডরমেটরিতে অভিযান চালানো হয়েছিল। অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে গ্রেপ্তার হন ১২০ জন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫০ এর মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের অভিযোগে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি)-এর অধীনে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরে আদালতে হাজির করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স