Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নৌকায় না দিলেও ভোট দিতে কেন্দ্রে আসুন: সাকিব

নৌকায় না দিলেও ভোট দিতে কেন্দ্রে আসুন: সাকিব নৌকায় না দিলেও ভোট দিতে কেন্দ্রে আসুন: সাকিব

নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনটি উঠান বৈঠক করেন সাকিব। সেখানেই তিনি ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান।

 

শীতের সকালের কুয়াশা ভেদ করে নির্বাচনী প্রচারণা শুরু করেন সাকিব আল হাসান।  সকাল ৭টার পর পরই বাসা থেকে বের হয়ে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে যান সাকিব। সেখানে স্থানীয় মানুষদের কাছে নৌকার পক্ষে ভোট চান তিনি।
 

পরে, এলাকার মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলেন এবং দোয়া চান নৌকার প্রার্থী। এরপর বাবুরহাট এলাকায় সাধারপণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

 

এ সময় নৌকায় ভোট না দিয়ে অন্য মার্কায় ভোট দিতে চাইলেও, সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান তিনি।

পরে শহরের জামরুলতলায় আরেকটি উঠান বৈঠকে যান সাকিব। সকালের আড্ডা নামক একটি এলাকাভিত্তিক গ্রুপের সঙ্গে আড্ডায় মাতেন তিনি। এ সময় সাকিবের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় সেখানে।

ঠিকানা/এসআর


কমেন্ট বক্স