আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে শুক্রবার (৩০ ডিসেম্বর) একটি মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এদিকে, ইসরায়েল ‘ঘৃণাভরে’ তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খবর এএফপির।
আইসিজের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল জেনোসাইড কনভেনশন মেনে চলার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে আইসিজের কাছে করা আবেদনে উল্লেখ করা হয়েছে। ওই অভিযোগে আরও বলা হয়, ইসরায়েল গাজায় ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
আবেদনে দক্ষিণ আফ্রিকা আরও বলেছে, ইসরায়েল বৃহত্তর ফিলিস্তিনের অংশ গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য সুনির্দিষ্ট ও জাতিগত উদ্দেশ্য নিয়ে কাজ করছে।
এদিকে, ইসরায়েল তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ইসরায়েল আইসিজের কাছে করা দক্ষিণ আফ্রিকার অভিযোগটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
ইসরায়েলের ওপর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয় এবং প্রায় ১২ সপ্তাহ ধরে চলছে। ইসরায়েল ও হামাসের মধ্যে এ যুদ্ধে গাজার উত্তরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলায় প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয় এবং এদের বেশিরভাই বেসামরিক নাগরিক।
এ ছাড়াও হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
এদিকে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলায় কমপক্ষে ২১ হাজার ৫০৭ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
ঠিকানা/এসআর
 
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
