Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান ছবি সংগৃহীত





 
নতুন সোনার খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির খনি কোম্পানি মাদেন এ দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের খনি কোম্পানি মাদেন জানিয়েছে, তারা মানসুরাহ মাসারাহ স্বর্ণ খনির দক্ষিণে নতুন খনির সন্ধান পেয়েছেন। এ এলাকায় বেশ কয়েকটি খনি রয়েছে বলে দাবি কোম্পানিটির। এ জন্য সেখানে ব্যাপক অনুসন্ধান চালানোর ইঙ্গিত দিয়েছেন তারা।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর
মাদেন এক বিবৃতিতে জানিয়েছে, ১০০ কিলোমিটারের একটি উপত্যকায় এ খনিটি পেয়েছে। ২০২২ সালে এ অঞ্চলে প্রথম খনির জন্য অনুসন্ধান শুরু করে কোম্পানিটি।

কোম্পানিটি এ খনি থেকে প্রাপ্ত সোনার নমুনা পরীক্ষা করেছে। যেখানে দুটির একটিতে প্রতি টনে ১০ দশমিক ৪ গ্রাম সোনা ও অন্যটিতে ২০ দশমিক ৬ গ্রাম সোনা মিলেছে। মানসুরা মাসারাহের দুটি খনির র‌্যানডম ড্রিলে এ সোনার অস্তিত্ব মিলেছে। যার ফলে এসব এলাকায় ব্যাপক সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর
কোম্পানির তথ্যানুসারে, এসব ফলের ভিত্তিতে মাদেন ব্যাপক খনন কাজ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সালে তারা এলাকাটিতে খননের কাজ শুরু করবে।

মাদেনের সিইও রবার্ট উইল্ট গত অক্টোবরে জানান, তারা সোনা ও ফসফরাসের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে।

কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, মানসুরাহ মাসারাহের সোনার খনি থেকে ২০২৩ সালে প্রায় সাত মিলিয়ন আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ পাওয়া গিয়েছে। বছরে এ খনি থেকে আড়াই লাখ আউন্স সোনা উৎপাদনের সক্ষমতা রয়েছে।

মাদেন নামের এ কোম্পানিটি সৌদি আরব সরকারের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। কোম্পানির মালিকানার ৬৭ শতাংশই সৌদি আরবের মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের ৬৭ শতাংশ মালিকানা রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স