মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকায় ফেরেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র পিটার হাসের ঢাকায় ফেরার তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বড়দিন উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের ১০ দিন ছুটি কাটানোর তথ্য কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল দূতাবাস।
গত ২২ ডিসেম্বর বড়দিনের ছুটি কাটাতে পিটার হাস সস্ত্রীক ভারতের নয়াদিল্লি যান। ছয় দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন পিটার হাস। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর।
ঠিকানা/এনআই